অয়ন ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ইফতার বিতরন
- আপডেটঃ ০৪:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / 254
অয়ন ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ইফতার বিতরন
নারায়ণগঞ্জ মহানগরের ১৩ নং ওয়ার্ড এর মাসদাইর এলাকায় অয়ন ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা বাপ্পি খান নেতাকর্মীদের নিয়ে শতাধিক অসহায়-দুস্থ মানুষের জন্য ইফতার বিতর করেন।
বাপ্পি বলেন, স্মার্ট ছাত্রলীগ এর মূল লক্ষ্য গরীব-অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের সহযোগিতা করা। সেই লক্ষ্যে মহানগর ছাত্রলীগ নেতা বাপ্পি খান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কয়েকশ মানুষের জন্য ইফতার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট ইফতার সামগ্রী বিতরন করেন।
এসময় বাপ্পি খান আরো বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ সবসময় মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের ছাত্রসমাজের অহংকার অয়ন ওসমান ভাইয়ের ডাকে সারা দিয়ে রাজপথে ও মানুষের সেবায় থাকবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।”
এসময় অংশগ্রহণ করেন, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম নিলয়, মুশফিকুল আলম সৈকত ,সায়াদ বিন বিশাল,
শোয়েব ইসলাম সামিন সহ ছাত্রলীগের আরো নেতাকর্মী।