জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেটঃ ১২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / 101
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
গতকাল ৭ এপ্রিল (রবিবার) নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামি বন্দর উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জাব্বার বলেন দেশে কুরআনের আইন বাস্তবায়ন থাকলে আপনাদের কষ্ট করে আসতে হতো না তখন ইসলামি রাষ্ট্র ব্যবস্তাই আপনাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতেন। দেশে আজ আল্লাহর আইন ছাড়া একদলীয় আইন ও রাষ্ট্র ব্যবস্তা যারা প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে পরেছে তারা চায়না এদেশে আল্লাহর আইন কুরআনের সু-শাসন কায়েম হউক।
জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামি এ কাজের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে তাই তো আন্তজার্তিক মুফাচ্ছেরে কুরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে তারা দীর্ঘ কারাবাস দিয়ে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। এছাড়াও আমাদের অসংখ্য ভাইদেরকে বিনা অপরাধে গ্রেফতার গুম খুন করা হয়েছে। তবে বাংলাদেশের পবিত্র মাটিতে এই জুলুম নির্যাতনের বিচার একদিন হবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগরীর সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মোঃ জাকির হোসাইন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, সেক্রেটারি কাজী মামুন, সদর দক্ষিণ থানা সেক্রেটারি খলিলুর রহমান (টিটু), এডঃ আকতার হোসাইন, মনির মোল্লা প্রমূখ।