আইনজীবীরা হচ্ছেন সমাজ ও রাষ্টের ন্যায়পাল- মুহাম্মদ আবদুল জব্বার

- আপডেটঃ ০৩:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 43

আইনজীবীরা হচ্ছেন সমাজ ও রাষ্টের ন্যায়পাল- মুহাম্মদ আবদুল জব্বার
২৫ জানুয়ারি শনিবার সকালে ৭ ঘটিকায় রূপগঞ্জ জিন্দা পার্কে নারায়ণগঞ্জ জেলা ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবী ২৪ ব্যাচ এর সংবর্ধনা ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আইনজীবীরা হচ্ছেন সমাজ তথা রাষ্টের ন্যায়পাল, আইনজীবীরা যদি ন্যায়ভাবে তাদের পেশা পরিচালনা করে তাহলে রাষ্টে ন্যায় বিচার প্রতিষ্টা করা সহজ হয়ে যায়, তিনি বিগত ফ্যাসিস্ট শাষনের কথা উল্লেখ করে বলেন, বিচারকদের উপর প্রভাব খাটিয়ে তারা দেশে অন্যয় ও জুলুমের শিকার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিরুদ্ধে দলগুলোর উপর এবং লক্ষ্য লক্ষ্য গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে দমন করার হীন চেষ্টায় মত্য ছিল।
তিনি আরো বলেন আইনের নামে বেয়াইনী এমন কোন জুলুম নেই যা তারা করেনি। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে আইনজীবীদের বলিষ্ট ভূমিকা রাখতে হবে এবং সমাজ ও রাষ্টে কোরআনের আইন প্রতিষ্টার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
আইনজীবীরা হচ্ছেন সমাজ ও রাষ্টের ন্যায়পাল- মুহাম্মদ আবদুল জব্বার
বিশেষ অতিথি এড. জসিম উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন আইন পেশা হচ্ছে একটি লয়েল ও সেবামূলক পেশা, তাই ল’ইয়ার্স কাউন্সিল চায় আইনজীবীরা যাতে সেবা করার ব্রত নিয়েই এই মহান পেশা পরিচালনা করে। তিনি আইনজীবীদের নিয়মিত অধ্যয়ন এর পাশেপাশে একজন ভাল আইনজীবী হতে বিভিন্ন পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, ইসলামীক এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড. মাঈনউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সহ- সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান এর সহযোগিতায় এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এড. হাফিজ মোল্লা, এড. সামাদ মোল্লা, এড. ইসরাফিল হোসাইন, এড. নিজাম উদ্দিন সহ আইনজীবী নেতৃবৃন্দ।
আইনজীবীরা হচ্ছেন সমাজ ও রাষ্টের ন্যায়পাল- মুহাম্মদ আবদুল জব্বার
আরও পরুনঃ নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিসভা