আইস্ক্রিম
লামিয়া আক্তার কনা
মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘পেতে পারো
সাতরঙের রকমারি,
দুধ-চিনির মিশ্রণে
স্বাদ তার আহামরি!
গরমের তাপদাহে
গলে হবে পানি,
শীতে তাকে চাইলে
হয় কানানানি!
হাতে নিলে
হতে থাকে ভয়,
কখন যে হাত থেকে
পড়ে হয় ক্ষয়।
তাকে চাইবার জন্য
লাগে না কোন বয়স,
ইশশ যদি একবার পড়ে যায়
হবে আফসোস!
গ্রীষ্মের দিনে
তাকে চাই চাই,
তার প্রেমে
পাগল সবাই!
সেই তো
প্রিয় আইস্ক্রিম,
মুখে দিলেই মনে হয়
এই যেন হীম!