আওয়ামীলীগ নেতা নুরুজ্জামমনের মামলায় ভূঁইফোড় সংগঠন সাধারন সম্পাদক শেখ সুমন আটক

গত শুক্রবার রাতে বন্দর থানা পুলিশ কল্যান্দী এলাকা হতে আমির হোসেনের ছেলে শেখ সুমনকে গ্রেফতার করে।থানাসূত্রে জানাগেছে, বেজের গাও এলাকার আওয়ামীলীগ নেতা ও বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান  ২০২০ সালের  ফেব্রুয়ারী মাসে শেখ সুমনের  ও বাড়ইপাড়া এলাকার আবু মিয়ার ছেলে সাকিব আনজুম সুস্মিত নুরুজ্জামানের   আপত্তিকর ছবি ফেইজ বুকে আপলোড করে। বিবিন্ন সময় দলীয় সভা বা কর্মসূচিতে অংশ গ্রহনকালে তাকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্নকরাসহ তার বিরুদ্ধে অপপ্রচার করে। এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে  সাইবার ট্রাইব্যুনালে আই সিটি আইনে মামলা ( নং ৭০ /২০২১)  দায়ের করলে আদালত শেখ সুমন ও সাকিব আনজুম সুস্মিতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। বঙ্গবন্ধুর নামে ভূঁইফোড় সংগঠনের সাধারণ সম্পাদক  শেখ সুমন গ্রেফতার হলেও সুস্মিত  পলাতক রয়েছে। গতকাল তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান