ষ্টাফ রিপোর্টারঃ
আগুনে পোড়া স্বজনের কান্না যেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের বাতাস ভারী হয়ে গেছে অপরিকল্পিত ভবন শিশু শ্রমই তাদের মূল কর্মকাণ্ড দাবি করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।
১১ জুলাই রবিবার সকালে সজিব গ্রুপের ঘটনাস্থলে পরিদর্শন করে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জোনাল কমিটির কর্মকর্তারা।
এসময়ে কান্না জরিত কন্ঠে ছবি হাতে রহিমা বেগম বলেন আমার ছেলে আমার সংসারের একমাত্র উপার্জনকারী আমার স্বামী অসুস্থ আমার মানিক কই মানিকরে কই পামু হাউ মাউ করে কান্নায় ভেঙে পরে রহিমা বেগম। কান্না জরিত কন্ঠে শিপন বলে আমার ভাইকে খুজতে আইছি, ভাইয়ের মুখটা দেখতে চাই কই গেলে আমার ভাইরে পামু।

আসকের নারায়ণগঞ্জ জোনাল কমিটির কর্মকর্তা জামাল সিকদার বলেন কিছু কিছু স্থানে এখনো আগুন জ্বলছে সরকারের প্রতি নির্দেশ থাকবে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি পাশাপাশি নিহত ও আহত পরিবারের মাঝে দ্রুত সঠিক পাওনা বুজিয়ে দিতে আহব্বান করছি।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন আল আমিন,জাহিদ হাসান, জামাল সিকদার,শাখাওয়াত হোসেন, এমদাদুল হক, মোহাম্মদ বিল্লাহ হোসেন, মোহাম্মাদ কবির হোসেন, আবুল কালাম প্রমূখ।
-
বন্দর মুছাপুরে অসহায় প্রবাসীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা নিরব ভূমিকায় পুলিশ।
-
স্বেচ্ছায় কারাবরণে আগ্রহী সাংবাদিকের সংখ্যাও কিন্তু দেশে কম নেই : বিএমএসএফ
-
বাউফলে একাধিক মাদক মামলার আসামি সোহরাব ইয়াবাসহ গ্রেফতার
-
করোনায় মারা গেলেন রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা
-
মান্দায় ডিস ব্যবসায়ীর অফিসে হামলা এবং ভাংচুর