আজ ১৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

আজ ১৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন


বাউফল প্রতিনিধি:

পটুয়াখালী নবনির্বাচিত ১৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই ) বেলা ১২ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে ওই ১৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

শপথ বাক্য পাঠ করানোর শেষে ওই ১৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ও চেয়ারম্যানদের নির্বাচনীয় এলাকার নেতৃবৃন্দ্র।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ সংশ্লিষ্ট ইউপির জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ২১ জুন প্রথম ধাপে পটুয়াখালী জেলার চার উপজেলার ১৯ ইউনিয়নের ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত ও ৩টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়।

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পটুয়াখালীর বাউফলে ০৯টি ইউনিয়নে ১০৭ জন সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে ৮০জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত মহিলা।


শেয়ার করুন

২ thoughts on “আজ ১৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান