আদাবাড়িয়া দ্বিতীয় ধাপে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক প্রশিক্ষণ,৪ দিনের কর্মশালা উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে আজ (০৯ জুন

বৃহস্পতিবার ) উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজনে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম হাওলাদার সভাপতিত্ব করেন।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক নুরুজ্জামান, নাজমুল ইসলাম ,যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম সহ সুপার ভাইজার ও গণনাকারী গণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ বলেন,দেশের প্রকৃত অবস্থা জানতে ও বুঝতে নির্ভুল ও সঠিক পরিসংখ্যান জরুরি। কেননা পরিসংখ্যানের ওপর নির্ভর করে দেশের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যদি পরিসংখ্যান ভুল হয় তাহলে দেশের পরিকল্পনা অনুযায়ী কাজ করা কঠিন হয়ে যাবে। তাই বর্তমানে জনশুমারি ও গৃহগণনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজে যারা যুক্ত রয়েছেন তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
উল্লেখ্য,সারাদেশ ব্যাপী আগামী ১৫-২১ জুন মূল শুমারি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান