বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আনন্দ ভ্রমণ এবং সাংবাদিকদের মিলনমেলা

- আপডেট সময় : ১১:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আনন্দ ভ্রমণ এবং সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে মোটরসাইকেল যোগে সকল সদস্যবৃন্দরা সাগর কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে।
দুপুর ১২টার দিকে প্রথমে সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করা হয় । বিভিন্ন সৌন্দর্য পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে দুপুরের খাবার সমাপ্ত করেন তারা।
সাগর কন্য কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকাল ৪টা ৩০মিনিটের দিকে গন্তব্য স্থান পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সদস্যবৃন্দরা এবং রাত ৮টায় পটুয়াখালীতে আনন্দ ভ্রমণ এবং সাংবাদিকদের মিলনমেলা এর ইতি ঘটে।
বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাসেল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আনন্দভ্রমন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগের সভাপতি এস এম নওরোজ হিরা , সাধারণ সম্পাদক প্রিন্স আল আমিন ও প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা এ আনন্দ যাত্রায় অংশ গ্রহণ করেন।
ভ্রমণের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব পটুয়াখালী জেলা শাখার সকল সদস্যবৃন্দের মধ্যে পারস্পারিক ভালবাসার বন্ধন সৃষ্টি হয়।
আলহামদুলিল্লাহ