আবারও আতঙ্কে বাউফল ১৭ মার্চ মুখোমুখি আওয়ামী লীগ,সভাপতি,সাধারণ সম্পাদক সংঘাতের আশঙ্কা

বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে বিবাদমান আওয়ামী লীগের দু গ্রুপের আবারও একই স্থানে, একই দিনে, একই সময়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশুকিশোর দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে আওয়ামী লীগের ১৭বিরাজ করছে।

আর এ দিকে উপজেলা প্রশাসন পড়েছে বিব্রতকর অবস্থায়।
বিবাদমান এক পক্ষ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ।
অপর পক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার। এছাড়াও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি পক্ষ একই দিনে তাদের কুন্ডপটি কার্যালয় পৃথক কর্মসূচি ডেকেছেন। দলীয় সূত্র জানায় সাবেক হুইপ স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ এর নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের ১০৩ তম ১৭ মার্চ জন্মদিন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) মাঠে দলীয় পতাকা, ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নয়টা ত্রিশ মিনিটে কেক কাটা, দশটায় আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্ব তার অনুসারীদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নয়টা ত্রিশ মিনিটে কেক কাটা, দশটায় আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া পটুয়াখালী জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের আরেকটি পক্ষ একই দিনে সদর রোর্ড কুলপট্টি তাদের আওয়ামী লীগ কার্যালয় সকাল ১১টায় দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের কার্যালয়ে আলোচনা সভা ও বিকাল চারটায় পৌরসভার হলরুমে শিশুকিশোদের চিত্রাংকন প্রতিযোগিতার পৃথক কর্মসূচি ডেকেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ত্রিধারায় বিভক্ত হয়ে পড়েছে। উভয় পক্ষের মধ্যে চলছে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের মহড়া। অন্যদিকে এক পক্ষ অন্য পক্ষকে দাবায়ে রাখতে চলছে নানান ধরনের কৌশল। যার ফলে সাধারণ নেতা কর্মী ও সমর্থকদের বিরাজ করছে উত্তেজনা, হতে পারে সংঘাত সংঘর্ষের ঘটনা ।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই দিনে একই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রোগ্রামে দাওয়াত দিয়েছে আমারা ওখানে গেলে কোন ধরনের রক্তপাতের ঘটনাও ঘটতে পারে তাই আমরা খুব বিপদে আছি আমরা কি করবো।

এ নিয়ে বিবাদমান তিনটি গ্রুপের একই দিনে জাতীয় কর্মসূচি নিয়ে দলীয় কোন্দল আবারও নতুন করে মাথাচাড়া দেয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা ও জেলা প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান