বাংলার শিরোনামঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়া এলাকায় সরকারি হাজী ইব্রাহিম আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ১৮ই জুন শুক্রবার সকাল ৮ ঘটিকা হইতে সারাদিন ব্যাপী আমরা সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সরকারি হাজী ইব্রাহিম আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহমেদ হালিম মজহার এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথি বৃন্দ, আজাদ মাহমুদ ওসমানী, নূর এ আজাদ, মেহেদি হাসান মুন্না, আল-আমিন, আব্দুর রাকিব, ইমরান মাদানী, দীপ্তন সূত্রধর, নয়ন চন্দ্র ভ্রমণ, মাহবুব, অপু, সাগর নীল, ফকির সীমান্ত, ইমরান হোসেন রনি উপস্থিত ছিলেন।
আয়োজনে:- আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগন সফিউদ্দিন সপু, মেহেদী হাসান শান্ত, মোঃ নাঈম দেওয়ান, সাদ্দাম হোসেন, রাহাত চৌধুরী, সম্রাট, আকাশ, ফাইজুল ইসলাম জিএম, সাগর, জসিম উদ্দিন, আনাজ, জিসান, নুর এ মুবিন, নুর এ গাহিয়ান তাফসীর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ২ হাজার ৫ শতাধিক অভিবাবক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।