ষ্টাফ রিপোর্টারঃ একজন চেয়ারম্যান একটি ইউনিয়নের জনপ্রতিনিধি । চেয়ারম্যান এর কাছ থেকে তার এলাকার জনগন খাবার চায় না, অর্থ, টাকা-পয়সা চায় না।
জনগন চায় তাদের এলাকা হউক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা, এলাকার আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, সূক্ষ্ন বিচার ব্যবস্থা এবং আধুনিক জীবনধারার মিশেল, আর এই দৃষ্টিকোন থেকেই গাজী এম এ সালাম একজন চেয়ারম্যান হিসেবে অনন্য বলেন নাসিক ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল হোসেন মাদবর।
সৎ,যোগ্য ও ন্যায় বিচারক গাজী এম এ সালাম চেয়ারম্যান কে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আবারও পেতে চায় এলাকাবাসী ও যুবলীগ নেতা রুবেল মাতবর।