ষ্টাফ রিপোর্টারঃ একজন মেম্বার একটি নির্দিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি। মেম্বারের কাছ থেকে তার এলাকার জনগন খাবার চায় না, অর্থ, টাকা-পয়সা চায় না, জনগন চায় তাদের এলাকা হউক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা, এলাকার আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, সূক্ষ্ন বিচার ব্যবস্থা এবং আধুনিক জীবনধারার মিশেল, আর এই দৃষ্টিকোন থেকেই আবদুল মতিন একজন মেম্বার হিসেবে অনন্য বলেন নাসিক ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল হোসেন মাদবর।
সৎ,যোগ্য ও ন্যায় বিচারক আবদুল মতিন কে মদনপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড মেম্বার হিসেবে আবারও পেতে চায় এলাকাবাসী ও যুবলীগ রুবেল মাতবর।