ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিএনপি-জামাত পরিবারের সদস্যরা

- আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৮৪০ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন ৬ নং ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে চার দলীয় ঐক্য জোট বি এন পি-জামাত পরিবারের সদস্যদের কে স্থান দেয়া হয়েছে ও ত্যাগী আওয়ামীলীগ নেতা-কর্মী ও আওয়ামীলীগ পরিবারের সদস্যদের কে বাদ দেয়া হয়ছে।
এতে ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মীদের পক্ষে জেলা আওয়ামীলীগ বরাবর দরখাস্ত করেন ডাকুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আওয়ামীলীগ পরিবারের সদস্য অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম ওরফে রফিক মাষ্টার। আবেদন পত্রে উক্ত কমিটি তে বিএনপি-জামাত পরিবারের পাচঁ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের কে উক্ত কমিটি থেকে বাদ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদন পত্রের সাথে ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মী ও ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের সদস্যদের বাদ পড়া নামের তালিকা সংযুক্ত করা হয়েছে।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভি পি আবদুল মান্নান সাক্ষরিত পটুয়াখালী জেলা আওয়ামীলীগের প্যাডে একটি প্যাডে ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নামের তালিকাদিয়ে নির্দেশ দিয়েছেন।
ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে এইসব বিএনপি-জামাত পরিবারের সদস্যদের বাদ দিয়ে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের কে অন্তর্ভুক্ত করার জন্য পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভি.পি আবদুল মান্নান নির্দেশ দিয়েছেন।আবেদন পত্র টি ২৫শে জুন রবিবার বিকেলে গলাচিপা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু ও উপজেলা আওয়ামীলীগের দপ্তরে জমা দেয়া হয়েছে এবং ডাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব বিশ্বজিত রায় ও সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মুকুল এর কাছেও আবেদন পত্র ও জেলা আওয়ামীলীগের প্যাড টি জমা দেয়া হয়েছে।