ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ ওলামা মাশায়েখের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- আপডেট সময় : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৪২১ বার পড়া হয়েছে
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ ওলামা মাশায়েখের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
১৩ অক্টোবর শুক্রবার জুম্মা শেষে নারায়ণগঞ্জ কালির বাজার চারারগোপ সড়কে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন উলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা এড: আকতার হোসেন, হাফেজ মাওলানা কামরুল হোসেন, মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা সাইফুদ্দিন মনির বলেন, মানবতার চিরশত্রু, মুসলমানদের শত্রু ইহুদীবাদী ইসরাইল কর্তৃক গত সাত অক্টোবর থেকে প্যালেস্টাইন বাসীদের উপর আক্রমণ করে ভয়ানক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা গাঁজা ও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়ে মানবতাকে নিচিহ্ন করে দিচ্ছে।
তাদের হাত থেকে নারী ও শিশু এমনকি হাসপাতালের রোগীরা এবং পবিত্র মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান রেহাই পাচ্ছে না। তারা ইতিমধ্যে খাবার পানি বিদ্যুৎ গ্যাস চিকিৎসা সহ সকল কিছু বন্ধ করা করে দেওয়ার ষড়যন্ত্র করছে।
ইতিমধ্যে অসংখ্য হাসপাতাল স্কুল মসজিদ গুড়িয়ে দিয়েছে এই বর্বর বাহিনী।
আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যদি জাতিসংঘ তাদের হাত বাড়িয়ে না দেয় তাহলে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদী গোষ্ঠীকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে।
আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনারা ইসরাইলকে হুঁশিয়ার করুন এবং তাদের পণ্য আমদানি করা বন্ধ করে দিন।
উক্ত বিক্ষোভ মিছিলটি কালীর বাজার চারারগোপ মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীনলেন্স ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।