৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
- আপডেটঃ ১০:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / 34
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সভাপতি মুহাম্মদ শাহ্ নেওয়াজের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথির বক্তব্যে রায়হান আলী বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম, কোরআনের কাজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই কাজের সাথে, এই সংগ্রামের সাথে হাতে হাত এই ন্যায় ও সত্যের পথে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র মজলিস সহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে, এদেশ থেকে বিতারিত করেছপ। আমরা এদেশে সুষ্ঠু রাজনীতির স্বার্থে ভবিষ্যতে আর যদি কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করছি। অন্যায়,অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নতুন কিছু না। বৈষম্যের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিলেন আল্লাহর নবী রাসূলগন। কিন্তু রাজনীতিবীদরাও বৈষম্য বিরোধী কাজ করে। নবী এবং রাজনীতি বীদের মধ্যে পার্থক্য হলো নবী রাসূলগন পরিশুদ্ধ।
মহানগর সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ, সরকারি তিতুমীর কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল।
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুফতী নুর হুসাইন নূরানী, শিশু-কিশোর সংগঠন অংকুর নারায়ণগঞ্জের পরিচালক মুহাম্মাদ শরীফ মিয়া, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি ফজলে রাব্বী, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশিম, প্রমুখ।