দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
- আপডেটঃ ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 156
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তারবিয়াত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ অক্টোবর (সোমবার) জেলা সভাপতি অনুমোদিত স্বাক্ষরিত এক প্রেসে দলটির অস্থায়ী কার্যালয়ে (দুমকি) শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা কমিটি হস্তান্তর করেন। এতে মোঃ হাসান হাওলাদারকে (সভাপতি) ও মোঃ সোহেল হাওলাদারকে (সাধারণ সম্পাদক) করে ২৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার সভাপতি মোহাম্মাদ হাসান হাওলাদারের সভাপতিত্বে এবং সম্পাদক মোহাম্মাদ সোহেল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন জাফর (সভাপতি) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা মাহবুবুর রহমান (সভাপতি) ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখা, মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (উপদেষ্টা) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা, মাওলানা মাহবুবুল আলম শামীম (উপদেষ্টা) ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখা এবং মোঃ আলমগীর হোসেন (কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক) ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখা।
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন জাফর বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবার সর্বদা সোচ্চার থাকতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীর সমস্ত মানুষই শ্রমিক আমাদের দেশে শতকরা ৮০% মানুষ শ্রমিক, বাকি ২০% অনান্য পেশাজীবি, তবে তারাও শ্রমিক। আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন করার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমজীবী নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা।
আরও পরুনঃ আল্লাহর আইন বাস্তবায়ন হলেই সমাজে অন্যায় অবিচার থাকবেনা-মাওলানা আবদুল জব্বার
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন- মোঃ জলিল হাওলাদার (সহ-সভাপতি), মোঃ মিজানুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ মামুন শরীফ (সাংগঠনিক সম্পাদক), ক্বারী মোঃ সানাউল্লাহ (দপ্তর সম্পাদক), মোঃ এরশাদ মৃধা (প্রচার ও দা’ওয়াহ সম্পাদক), মোঃ কাওসার আহম্মেদ (অর্থ ও প্রকাশনা সম্পাদক), মাওলানা আব্দুল হান্নান (প্রশিক্ষণ সম্পাদক), মোঃ হালিম খান (আইন বিষয়ক সম্পাদক), হাফেজ মোঃ নুরুজ্জামান খান (শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক), মাওলানা আবু সালেহ খান (শিল্প ও কলকারখানা শ্রমিক বিষয়ক সম্পাদক), মোঃ মেহেদী হাসান (বস্ত্র ও গার্মেন্টস বিষয়ক সম্পাদক), মোহাম্মদ আলী (নির্মাণ বিষয়ক সম্পাদক), মোঃ কামাল হোসেন (দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক বিষয়ক সম্পাদক), মোঃ আফজাল খন্দকার (হোটেল ও রেস্তোরা শ্রমিক বিষয়ক সম্পাদক), মোঃ মাসুদ হাওলাদার (ডেকোরেটর ও ফার্নিচার শ্রমিক বিষয়ক সম্পাদক), মোঃ আজিজ গাজী (হকার ও ভ্রাম্যমান হকার বিষয়ক সম্পাদক), মোঃ রফিকুল ইসলাম খান (সিএনজি ও হালকা বিষয়ক সম্পাদক), মোঃ মীর বশির (রিকশা ভ্যান ও অটোচালক বিষয়ক সম্পাদক), মোঃ বেল্লাল হাওলাদার (নারী শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক) এছাড়াও মোঃ নুরুজ্জামান খান (সদস্য-১), মোঃ সোহেল রানা (সদস্য-ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখা)।
দুমকিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র দুমকি উপজেলা (সভাপতি) মোঃ হাসান হাওলাদার বলেন, শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করে যাব, তাদের সকল অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ থাকব এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।