উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক চীফ হুইপ এর লিফলেট বিতরণ

- আপডেটঃ ১১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / 517

উন্নয়ন চিত্র তুলে ধরে সাবেক চীফ হুইপ এর লিফলেট বিতরণ
মাহামুদ হাসান বাউফল :দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে পটুয়াখালীর বাউফলে গণসংযোগ ও লিফলেট বিতরন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি ।
রবিবার (১৫অক্টবর) দিনব্যাপী বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। আ স ম ফিরোজ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অষ্টম বারের মত আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।
গণসংযোগে আ স ম ফিরোজ ‘ বলেন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, শতভাগ বিদ্যুৎ, উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।