বন্দরের মদনপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের ব্যাপক গণসংযোগ
- আপডেটঃ ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / 115
বন্দরের মদনপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের ব্যাপক গণসংযোগ
আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিপুল সংখ্যক উঠান বৈঠক ও মতবিনিময় সভা শেষে বর্তমানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন।
তার অংশ হিসেবে রবিবার সমগ্র দিন অত্র উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মদনপুর ইউনিয়নের কেওঢালা, পশ্চিম কেওঢালা, মদনপুর বাস স্ট্যান্ড, লাউসার ও কাইনালীভিটা এলাকায় গণসংযোগ করেছেন।
বন্দরের মদনপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের ব্যাপক গণসংযোগ
এসময় মাকসুদ হোসেনের সাথে বিশাল গাড়িবহর নিয়ে তার শুভাকাঙ্খি, বন্ধুমহল ও কর্মী সমর্থকরা এ প্রচারণায় অংশ নিয়েছেন।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার পক্ষে কাজ করুন এবং আমার জন্য দোয়া করুন। আপনাদের দোয়ায় ও ভোটে যদি নির্বাচিত হই তাহলে আপনাদের এলাকার যত সমস্যা আছে তা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমি যে মার্কা পাবো সে মার্কায় ভোট দিয়ে সকলে আমাকে নির্বাচিত করুন’।