ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াত নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন দশমিনায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার কৃষকলীগ নেতার গুদাম থেকে সরকারি চাল পাচারের সময় ১১ বস্তা চাল জব্দ কুয়াকাটায় বাংলাভিশন প্রতিনিধি মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা দুমকীতে অনাহারে থাকা সেই পাঁচ সন্তানের জননীর পাশে উপজেলা নির্বাহী অফিসার জমজালো আয়োজনে কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন আইনজীবীদের সাথে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা শার্শায় উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ায় জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

এমটিএফইর মাধ্যমে ঢাকায় বসেই দুমকির অন্ত নামের যুবক হাতিয়ে নিল প্রায় অর্ধ কোটি টাকা

বাংলার শিরোনাম
  • আপডেটঃ ১১:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / 495

এমটিএফই প্রতারণা :দুমকীতে নিঃস্ব একাধিক যুবক।
ঢাকায় বসেই দুমকির অন্ত নামের যুবক হাতিয়ে নিল (লক্ষ-লক্ষ)প্রায় অর্ধ কোটি টাকা।

মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)
দুমকী উপজেলা প্রতিনিধি : মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ যা সংক্ষেপে এমটিএফই।এটি একটি অনলাইন ট্রেডিংভিত্তিক প্রতিষ্ঠান। দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠান মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করত। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্যসংখ্যক বিনিয়োগকারী ছিলেন।

আন্তর্জাতিক আর্থিক বাজারে ট্রেডিংয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে পরিচালিত অনলাইন অ্যাপ এমটিএফই বন্ধ হয়ে গেছে। ওই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করে দুমকীর অনেক তরুন প্রতারণার শিকার হয়েছেন। এখন ওই অ্যাপ থেকে তাঁরা কোনো টাকা ওঠাতে পারছেন না।

এমটিএফই অ্যাপের সিও হিসেবে পরিচিত দুমকী উপজেলার এবিএম আকলাখুর রহমান অন্তুর ফাদেঁ,দুমকির আবুল কালাম নামক যুকক হারিয়েছে ৬লাখ, সরোয়ার হোসন হারিয়েছেন ৪ লাখ,গ্রামীণ ব্যাংক সড়কের রুবেল গাজীর ১লাখ ২০হাজার, বশির হাওলাদারের ১লাখ ২০হাজার,আলামিন হোসাইনের১লাখ ২০হাজার এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে রয়েছেন। মাদ্রাসাব্রিজ এলাকার এক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,এমটিএফই”তে আমারও কিছু টাকা বিনিয়োগ করা ছিল,এছাড়াও তথাকথিত দুমকির অন্তু নামক যুবক আমাকে মোটা অঙ্কের টাকায় লোভ দেখিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বারংবার এপ্রিশিয়েট করেছিল,এবং তাকে আমি না বলে দেই,এক পর্যায়ে আমি ব্যাংক থেকে ২লক্ষ টাকার লোন নেই,তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে এমন সময়ের আগেই এমটিএফ”ই অ্যাপস লে-পাত্তা(উধাও) হয়ে গিয়েছে।এছাড়াও দুমকির একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা যায়, এমটিএফই অ্যাপটি চালু থাকা অবস্থায় অ্যাকাউন্ট চালু করার জন্য সর্বনিম্ন ২৬ ডলারের সমপরিমাণ টাকা বিনিয়োগ করতে হতো। সেই টাকা বিনিয়োগ করলে প্রতিদিন লভ্যাংশের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আর এসব প্রলোভন দেখিয়ে স্থানীয়ভাবে প্রচার করছিলেন কিছু যুবক। আর এতেই হুমড়ি খেয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দুমকীর এমটিএফইর স্থানীয় প্রতিনিধি হিসেবেও কাজ করতেন অন্তু নামের এক যুবক। তিনি এমটিএফইর সিও হিসেবে পরিচিত। এই প্রতিনিধিরা কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে কোম্পানি থেকে তাঁরা কমিশনও পেতেন।

এই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর বিনোয়াগ করা টাকার ওপর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হতো। গত সোমবার থেকে অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকারীরা আর টাকা ওঠাতে পারেননি। যাঁরা দ্রুত আয় করার স্বপ্ন নিয়ে টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন প্রতারণার শিকার।
দুমকী উপজেলার বাসিন্দা আবুল কালাম নামের এক যুবক বলেন, ‘আমার বন্ধু আকলাখুর রহমান অন্তুর কাছে এই অ্যাপের কথা শুনে এক লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেছিলাম। কিছুদিন ওই অ্যাপ থেকে ওই টাকার ওপর লাভও পাইছি। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে থেকে অ্যাপটি থেকে আর টাকা ওঠানো যাচ্ছে না। উল্টো বিনিয়োগ করা টাকা কমতে কমতে ব্যালান্স মাইনাস হয়ে গেছে। প্রতারক চক্র টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবক বলেন এই অ্যাপ সম্বন্ধে আমাদের কোন ধারণা ছিল না, আমাদের বন্ধু এবিএম আকলাখুর রহমান অন্তু এই অ্যাপ খোলায়, তাছাড়া তিনি এই প্রতিষ্ঠানের সিও, তায় তার উপর ভরসা করে আমরা লক্ষ লক্ষ টাকা এই অ্যাপে বিনিয়োগ করি,কিন্তু আজ আমরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায়। তবে তাদের কাছে এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, আমরা যারা বন্ধু মহল ভুক্তভোগী আছি সবাই মিলে ডিসিশন নিয়ে অবশ্যই আইনের পদক্ষেপ নিব, তবে সিও অন্ত যদি টাকা ফেরত দেয় তাহলে আমরা এসব কোন ঝামেলায় যাব না।
এমটিএফই অ্যাপের সিও হিসেবে পরিচিত দুমকী উপজেলার এবিএম আকলাখুর রহমান অন্তু বলেন,
আমার ইউনিভার্সিটির এক বড় ভাই আমাকে লিংক দিয়ে ছিলেন ও সেখানে কাজ করার জন্য বলেন।তাছাড়া আমি নিজেও একজন ভুক্তভোগী, আমার ১৭ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেছি,আজ আমি নিঃস্ব,,শুধু পকেট খরচ ছাড়া আমার কাছে কোন টাকা পয়সা নেই। তবে প্রথমদিকে লাভজনক ছিল বিধায় আমার বেশ কয়েকজন বন্ধুকে উদ্বুদ্ধ করি।কিন্তু কাউকে কোনো প্রলোভন দেখাইনি। সবার কাছে বলে রেখেছি এটা অনলাইন ভিত্তিক খুব রিস্কি নিজের দায়িত্বে খুলতে হবে। কারো কাছে কোন চুক্তিবদ্ধও ছিলাম না।

এ ব্যাপারে জানতে চাইলে দুমকী থানার ওসি তদন্ত বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেননি কিংবা থানায় কোনো মামলাও করেননি। কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনার মাধ্যমেই এ রকম ঘটনা প্রথম শুনলাম। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।’

মোঃ রাকিবুল হাসান
দুমকী উপজেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৫৪৯২৫৯০৬
২২.৮.২৩

নিউজটি শেয়ার করুন

ট্যাগসঃ

এমটিএফইর মাধ্যমে ঢাকায় বসেই দুমকির অন্ত নামের যুবক হাতিয়ে নিল প্রায় অর্ধ কোটি টাকা

আপডেটঃ ১১:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

এমটিএফই প্রতারণা :দুমকীতে নিঃস্ব একাধিক যুবক।
ঢাকায় বসেই দুমকির অন্ত নামের যুবক হাতিয়ে নিল (লক্ষ-লক্ষ)প্রায় অর্ধ কোটি টাকা।

মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)
দুমকী উপজেলা প্রতিনিধি : মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ যা সংক্ষেপে এমটিএফই।এটি একটি অনলাইন ট্রেডিংভিত্তিক প্রতিষ্ঠান। দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠান মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করত। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্যসংখ্যক বিনিয়োগকারী ছিলেন।

আন্তর্জাতিক আর্থিক বাজারে ট্রেডিংয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে পরিচালিত অনলাইন অ্যাপ এমটিএফই বন্ধ হয়ে গেছে। ওই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করে দুমকীর অনেক তরুন প্রতারণার শিকার হয়েছেন। এখন ওই অ্যাপ থেকে তাঁরা কোনো টাকা ওঠাতে পারছেন না।

এমটিএফই অ্যাপের সিও হিসেবে পরিচিত দুমকী উপজেলার এবিএম আকলাখুর রহমান অন্তুর ফাদেঁ,দুমকির আবুল কালাম নামক যুকক হারিয়েছে ৬লাখ, সরোয়ার হোসন হারিয়েছেন ৪ লাখ,গ্রামীণ ব্যাংক সড়কের রুবেল গাজীর ১লাখ ২০হাজার, বশির হাওলাদারের ১লাখ ২০হাজার,আলামিন হোসাইনের১লাখ ২০হাজার এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে রয়েছেন। মাদ্রাসাব্রিজ এলাকার এক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,এমটিএফই”তে আমারও কিছু টাকা বিনিয়োগ করা ছিল,এছাড়াও তথাকথিত দুমকির অন্তু নামক যুবক আমাকে মোটা অঙ্কের টাকায় লোভ দেখিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বারংবার এপ্রিশিয়েট করেছিল,এবং তাকে আমি না বলে দেই,এক পর্যায়ে আমি ব্যাংক থেকে ২লক্ষ টাকার লোন নেই,তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে এমন সময়ের আগেই এমটিএফ”ই অ্যাপস লে-পাত্তা(উধাও) হয়ে গিয়েছে।এছাড়াও দুমকির একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা যায়, এমটিএফই অ্যাপটি চালু থাকা অবস্থায় অ্যাকাউন্ট চালু করার জন্য সর্বনিম্ন ২৬ ডলারের সমপরিমাণ টাকা বিনিয়োগ করতে হতো। সেই টাকা বিনিয়োগ করলে প্রতিদিন লভ্যাংশের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আর এসব প্রলোভন দেখিয়ে স্থানীয়ভাবে প্রচার করছিলেন কিছু যুবক। আর এতেই হুমড়ি খেয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দুমকীর এমটিএফইর স্থানীয় প্রতিনিধি হিসেবেও কাজ করতেন অন্তু নামের এক যুবক। তিনি এমটিএফইর সিও হিসেবে পরিচিত। এই প্রতিনিধিরা কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে কোম্পানি থেকে তাঁরা কমিশনও পেতেন।

এই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর বিনোয়াগ করা টাকার ওপর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হতো। গত সোমবার থেকে অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকারীরা আর টাকা ওঠাতে পারেননি। যাঁরা দ্রুত আয় করার স্বপ্ন নিয়ে টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন প্রতারণার শিকার।
দুমকী উপজেলার বাসিন্দা আবুল কালাম নামের এক যুবক বলেন, ‘আমার বন্ধু আকলাখুর রহমান অন্তুর কাছে এই অ্যাপের কথা শুনে এক লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেছিলাম। কিছুদিন ওই অ্যাপ থেকে ওই টাকার ওপর লাভও পাইছি। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে থেকে অ্যাপটি থেকে আর টাকা ওঠানো যাচ্ছে না। উল্টো বিনিয়োগ করা টাকা কমতে কমতে ব্যালান্স মাইনাস হয়ে গেছে। প্রতারক চক্র টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবক বলেন এই অ্যাপ সম্বন্ধে আমাদের কোন ধারণা ছিল না, আমাদের বন্ধু এবিএম আকলাখুর রহমান অন্তু এই অ্যাপ খোলায়, তাছাড়া তিনি এই প্রতিষ্ঠানের সিও, তায় তার উপর ভরসা করে আমরা লক্ষ লক্ষ টাকা এই অ্যাপে বিনিয়োগ করি,কিন্তু আজ আমরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায়। তবে তাদের কাছে এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, আমরা যারা বন্ধু মহল ভুক্তভোগী আছি সবাই মিলে ডিসিশন নিয়ে অবশ্যই আইনের পদক্ষেপ নিব, তবে সিও অন্ত যদি টাকা ফেরত দেয় তাহলে আমরা এসব কোন ঝামেলায় যাব না।
এমটিএফই অ্যাপের সিও হিসেবে পরিচিত দুমকী উপজেলার এবিএম আকলাখুর রহমান অন্তু বলেন,
আমার ইউনিভার্সিটির এক বড় ভাই আমাকে লিংক দিয়ে ছিলেন ও সেখানে কাজ করার জন্য বলেন।তাছাড়া আমি নিজেও একজন ভুক্তভোগী, আমার ১৭ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেছি,আজ আমি নিঃস্ব,,শুধু পকেট খরচ ছাড়া আমার কাছে কোন টাকা পয়সা নেই। তবে প্রথমদিকে লাভজনক ছিল বিধায় আমার বেশ কয়েকজন বন্ধুকে উদ্বুদ্ধ করি।কিন্তু কাউকে কোনো প্রলোভন দেখাইনি। সবার কাছে বলে রেখেছি এটা অনলাইন ভিত্তিক খুব রিস্কি নিজের দায়িত্বে খুলতে হবে। কারো কাছে কোন চুক্তিবদ্ধও ছিলাম না।

এ ব্যাপারে জানতে চাইলে দুমকী থানার ওসি তদন্ত বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেননি কিংবা থানায় কোনো মামলাও করেননি। কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনার মাধ্যমেই এ রকম ঘটনা প্রথম শুনলাম। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।’

মোঃ রাকিবুল হাসান
দুমকী উপজেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৫৪৯২৫৯০৬
২২.৮.২৩