ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিজনেস সামিট

- আপডেটঃ ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / 233

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিজনেস সামিট।
গতকাল ২৭ জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জ চৌরাঙ্গী ফ্রেন্টাসি পার্কে এক কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিজনেস সামিট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি সারোয়ার সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আর টিভির সিনিয়র সাব এডিটর সাংবাদিক আবুল হাসানের বিজনেসে আইনি বাধ্যবাদকতা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় প্রধান আলোচক জামালউদ্দিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামালউদ্দিন বলেন মেধা, পরিশ্রম ও প্রযুক্তি ব্যবহার করেন আপনারা আমার আগে সফলতা পাবেন ইনশাআল্লাহ। সফল হতে চাইলে বেশি কিছু করতে হয় না শুধু নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখে সামনে এগিয়ে যান সফলতা আসবেই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল সভাপতি ও সেক্রেটারিদের প্রানবন্ত উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে অনুষ্ঠানটি।
এসময় দেশীয় ১০ টি প্রতিষ্ঠানের আন্তরিকতায় শীতল এন্টারপ্রাইজের পরিচালক মোঃ নিজামউদ্দিনের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন মডার্ন টার্চ মটরের পরিচালক আবদুল সাত্তার আনসারী সহ আরো অনেকে।