ইউসুফ আলী প্রধানঃ
গতকাল ৮ ই নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মহামারি করোনার ভ্যাকসিন নিলেন জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ মহানগর নেতা ও বন্দর থানা আহব্বায়ক ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন পৃথিবীর ইতিহাসে অনেক মহামারী আসছে, তবে করোনার মতো এমন ভয়াবহ রুপ নিয়ে কোন মহামারি আসছে কিনা তা জানা নেই। আল্লাহর এই অদৃশ্য গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। পাশাপাশি বাংলাদেশ সরকারের যুগ উপযুগি সিদ্ধান্তকে সবাই গ্রহণ করুন সময় মতো করোনা টিকা নিন নিজে সুস্থ থাকুন পরিবারকে ও সুস্থ রাখুন।