বাংলার শিরোনামঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা (৪৭) করোনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ২৬ জুন আলিফ লায়লা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং গত ২৭ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। শারিরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় কিছুদিন আগে তাকে রাজধানীর সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
গত ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক আলিফ লায়লা কে মৃত ঘোষণা করেন।
এদিকে তার স্বামীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা যায়।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, মাত্র ২মাস হল আলিফ লায়লা মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন।
-
মান্দায় ডিস ব্যবসায়ীর অফিসে হামলা এবং ভাংচুর
-
কেউ কথা রাখেনি, বদলায়নি চর এলাহীর মানুষের ভাগ্য
-
রাজশাহীর মোহনপুরে জমি নিয়ে বিরোধ সাংবাদিকসহ ২ জনকে কুপিয়ে জখম
-
বাউফলে লকডাউনে হাজীরহাট বাজার নিয়ন্ত্রণে,প্রশাসনের নির্দেশে মাঠে গ্রামপুলিশ
-
দলীয় প্রতীক নৌকাকে,পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছেন আসম ফিরোজ
-
রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দশমিনায় দেড়হাজার মাস্ক বিতরণ
-
বাউফলে পুলিশ সদস্যের জমি জবর দখল করেছেন মোঃ ফুল শরীফ