স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সম্মূখসারির গণমাধ্যম কর্মী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নারায়ণগঞ্জে টিকা নিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা তথ্য’র সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জি.কে. রাসেল। শনিবার (২৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে মর্ডানার টিকা গ্রহন করেন তিনি। টিকা গ্রহনের পর জি.কে রাসেল জানান, আজ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছি। দেশের সকল নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখনো যারা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেননি, তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে নিন। আর টিকা গ্রহন করে নিজে সহ পরিবারের সবাইকে সুরক্ষা রাখুন।
