করোনা ভাইরাসে

বাউফলে এক দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত ১৪


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় একদিনেই করোনা ভাইরাসে ১৪জন আক্রান্ত হয়েছে।

দেশের করোনার প্রদুর্ভাব শুরু হওয়ার পড় থেকে উপজেলায় এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

আজ সোমবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বাংলার শিরোনামকে বলেন,উপজেলায় গত রোববার এক দিনেই ১৪জন আক্রান্ত হয়েছে। সোমবার ১৭ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৮জন পজেটিভ এসেছে। নমুনা পরীক্ষা হিসেব মতে ৫০ শতাংশ লোকের পজেটিভ আসে। তিনি আরো বলেন,উপজেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫জন। যার মধ্যে ৬০জন হোম আইসোলেশনে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন এবং ৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

আক্রান্তদের মধ্যে যারা গুরুতর তাদের স্বাস্থ্যকমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন
আপনার মতামত জানান