কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী কৃষকদল’র উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক আবদুস সালাম তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষকদলের আহবায়ক মো.মনিরুজ্জামান টিটু মৃধা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব মো.তারেকুল ইসলাম ইভান সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির আহবায়ক গাজী মো.ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ পটুয়াখালী ও কলাপাড়া কৃষকদলের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা- হামলা এবং গুম-খুনের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করেছে। তিনি বলেন, নুতন কমিটির সদস্যদের সাথে নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।