পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ৮ম সাধারণ নির্বাচনের ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পৌর শহরের সমিতির কার্যালয় থেকে এ ফরম বিতরণ করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো.কামাল হোসেন, উপজেলা ব্যাবস্থাপক মো.আল আমিন, এবং ফরম গ্রহণকারী সমিতির সদস্যরা।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, আগামী ১৮নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তফসিল অনুযায়ী ১৮ অক্টোবর ফরম বিতরণ এবং ২০ অক্টোবর জমাদান করা হবে। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ২১জন প্রার্থী ফরম ক্রয় করেন। এতে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ৬জন, সম্পাদক পদে ৫জন, ক্যাশিয়ার পদে ৩জন এবং সদস্য পদে ৪জন প্রতিদ্বন্দ্বী ফরম ক্রয় করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো.কামাল হোসেন জানান, ক্রেডিট ইউনিয়ন এবং সমবায় আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা হবে। তিনি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।
###
মোয়াজ্জেম হোসেন
পটুয়াখালী
১৮/১০/২০২২