কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিসিপিসিএল’র ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি\ পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে(বিসিপিসিএল)বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে ৭ নং ওয়াস টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইলেকট্রিশিয়ান উজ্জল হাসান জামালপুর জেলার ফুলবাড়িয়া সদর ইউপির জাবেদ হাসানের ছেলে। তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রের ইলেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় প্রত্যক্ষদর্শী নুরইসলাম সঙ্গাহীন অবস্থায় কলাপাড়া হাসাপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত এলাকায় ওয়াস টাওয়ারের পাশে সড়ক লাইট মেরামত করছিলেন উজ্জল। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে সিড়ি থেতে ছিটকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মো.মোস্তাফিজ জানান,খবর পেয়ে আমারা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রক্রিয়া চলমান আছে।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
তারিখ১৫.১০.২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান