কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ভাতিজার বিরুদ্ধে আলাউদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত, সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন বড় বালিয়াতলী গ্রামে এঘটনা ঘটে। পুলিশ রাতে আলাউদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। এছাড়া ঐ রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাত (১৮) কে আটক করা হয়। এঘটনায় সোমবার রাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটককৃত দুইজন সহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিলো আলাউদ্দিন। এসময় দক্ষিন বালিয়াতলী এলাকায় পৌছলে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের বাড়ির অভ্যন্তরীন বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাত কে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৮/১০/২০২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান