কাউন্সিলর ইফতেখার আলম খোকনের নেতৃত্ব ১০ নং ওয়ার্ড কর্মীসভা

ষ্টাফ রিপোর্টার ইউসুফ আলী প্রধানঃ মহানগর আওয়ামীলীগের ডাকে ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভা, জনসভায় পরিণত হয়েছে বলে জানায় স্থানীয়রা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের চিত্ত রঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ নং ওয়ার্ডের চিত্ত রঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে এ কর্মীসভার আয়োজন করা হয়েছে। সভাস্থলে নেতাকর্মীদের ভীড়ে সেই স্থানে তীল ধারণের ঠাই ছিলো না। ইফতেখার আলম খোকনের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা এসময় দলে দলে যোগদান করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের জায়গা সংকুলান না হওয়ায় আশেপাশের রাস্তায় মানুষের ভীড় দেখা গেছে।

উপস্থিত নেতৃবৃন্দরাও বিপুল সংখ্যক জনসমাগম দেখে কাউন্সিলর খোকনের ভুয়সী প্রসংশা করেন।

এসময় উপস্থিত সাধারণ মানুষদের অনেকে বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মীসভা দেখেছি, কিন্তু আজকের মতো বিশাল এ কর্মীসভা খুব কমই চোখে পড়েছে। কর্মীসভা নয়, অনেকটা জনসভায় পরিণত হয়েছে। এমনকি সভায় উপস্থিত অতিথিরাও একইকথা বলেন।

অনেকে আবার বলেন, ইফতেখার আলম খোকন আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে এতো বিশাল জনসমাগম হওয়াটাই স্বাভাবিক।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান