দুমকিতে বইছে নির্বাচনী হাওয়া-কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার এর নির্বাচনী প্রচার সভা।

- আপডেটঃ ০৩:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / 187

দুমকিতে বইছে নির্বাচনী হাওয়া-কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার এর নির্বাচনী প্রচার সভা।
আসন্ন দুমকি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদারের কাপ পিরিচ মার্কার প্রচার সভায় প্রতিদিন জনতার ঢল নামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রচার সভা অনুষ্ঠিত হয়। সাবেক রেজিস্টার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী আকবর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার।
দুমকিতে বইছে নির্বাচনী হাওয়া-কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার এর নির্বাচনী প্রচার সভা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির মৃধাসহ আরো অনেকে। কাপ পিরিচ মার্কার সমর্থনে আঙ্গারিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে।এ সময় কাওসার আমিন হাওলাদার বলেন,নির্বাচনে জয়লাভ করলে তিনি দুমকি উপজেলাকে সন্ত্রাস, মাদক মুক্ত ও আধুনিক স্মার্ট উপজেলায় গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দুমকিতে উপজেলা নির্বাচনে 4 ভাগে বিভক্ত উপজেলা আওয়ামীলীগ।