দুমকিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেটঃ ০১:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / 140
দুমকিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
পটুয়াখালীর দুমকিতে কাল বৈশাখী ঘুর্নিঝড়ের তান্ডবে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বিদ্যুৎতের ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে মানুষের বসতঘর, মসজিদ, বিদ্যুৎতের খুঁটি সহ বিভিন্ন স্থানের তার ছিঁড়ে পড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীরামপুর, মুরাদিয়া, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বসত ঘর, মসজিদের উপর বড় বড় গাছ পড়ে ভেঙে গেছে। শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামরুল হাওলাদারের বসত ঘর সম্পূর্ণভাবে ভেঙে তছনছ করে ফেলেছে। ৮নং ওয়ার্ডের মরিয়ম বেগমের ঘর উড়িয়ে পাশের পুকুরে ফেলে দিয়েছে। ৫নং ওয়ার্ডের ইরানি বেগমের ঘরের উপরে বিশাল আকৃতির গাছ পড়ে সম্পুর্ন ভাবে ভেঙ্গে দুমড়েমুচড়ে গেছে। এছাড়াও নুরে হেরা কেন্দ্রীয় জামে মসজিদের উপর চাম্বল গাছ উপড়ে পড়ে ভবন ও মিনার ভেঙেছে এবং তালুকদার বাজার জামে মসজিদের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়।
দুমকিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
দুমকি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ ইমরান হোসেন জানান, ১০টি বিদ্যুৎ খুঁটি ভেঙে গেছে, ৪০ টি খুঁটি হেলে পড়েছে, শতাধিক মেইন লাইন ছিঁড়ে গেছে এবং অসংখ্য তারের উপর গাছ পরার খবর পাওয়া গেছে এবং লাইন পুনরায় চালুর জন্য দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিচু জমিতে পানি জমে ফসল হানির আশঙ্কা দেখা দিয়েছে।
দুমকিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরদিকে ঘর্নিঝড়ে আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
ক্ষয়ক্ষতির ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ “বাংলার শিরোনামকে” বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জরুরি ভিত্তিতে তালিকা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।