মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়। বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে দেখা যায়,পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপচে পড়া ভিড়। এতে মোট ১০টি ভোটকক্ষে ২০ হাজার ১৮৫ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত নারী পদে ২০জন ও সাধারণ পদে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।উপজেলা নির্বাচন অফিস জানায়,১০টি ভোটকেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১জন রিটার্নিং অফিসার, পুলিশ,বিজিবি স্ট্রাইকিং ফোর্স,আনছার সদস্যগণ দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম জানান,নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়।জানা যায়,গত নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন আলম সবুজ হাইকোর্টের মামলা করেন।পরবর্তীতে মামলা নিষ্পত্তি ক্রমে ৫ জানুয়ারী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
