মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় সারাবাংলা-৯৭ এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অদম্য-৯৭ কলাপাড়া এর আয়জনে শুক্রবার দিনব্যাপী কুয়াকাটার তাজওয়ার হোটেল কম্পাউন্ডে নানা ধরনের প্রতিযোগিতা এবং সারারাত সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দিনটি উপভোগ করেন সারাদেশ থেকে আসা ৪শতাধিক বন্ধু-বান্ধবী এবং তাদের পরিবারের সদস্যরা। এ উপলক্ষে রাত ১২.০১টায় বিশ পাউন্ডের কেক কেটে দিনটিকে স্বরনীয় করে রাখেন আয়োজক কমিটির সদস্যরা। সকালে নাস্তা শেষে লোগো সম্বলিত টি-শার্ট, ক্যাপ এবং মগ বিতরণ করা হয়। এরপর ফটোশেসন শেষে সমুদ্র সৈকতে প্রতিযোগিতা গোসল সেরে দুপুরের খাবার এবং বিকেলে সৈকতে অবস্থান শেষে মাগরিব বাদ বরেন্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালিত হয়। অদম্য-৯৭ ব্যাচের সাইফুল ইসলাম শাহিন, মোয়াজ্জেম হোসেন এবং বরিশালের আলাউদ্দিন আযাদের সঞ্চালনায় ৯৭ব্যাচের সদস্য সহ ছোট জেমস, মুক্তি, রাশেদ, বাউল শাহীন এবং মোয়াজ্জেম হোসেন সংগীত পরিবেশন করেন। এছাড়াও কুয়াকাটার স্থানীয় রাখাইনদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। অনুষ্ঠান শেষে ৩০টি আকর্ষণীয় পুরুষ্কার সম্বলিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া সদস্য এবং ব্যাচকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করে।
