কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌরসভার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ পায়। এতে কুয়াকাটা আব্দুল আজিজ মুসুল্লীকে সভাপতি, মতিউর রহমান হাওলাদারকে সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, পটুয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গত ১২ অক্টোবর স্বাক্ষর করেন। মঙ্গলবার নতুন কমিটি হস্তান্তার করা হয়। পরবর্তীতে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে। নতুন এ কমিটি নিয়ে কুয়াকাটা পৌর বিএনপি সন্তোষ প্রকাশ করেছেন। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কেউ কোন প্রকার ক্ষোভ প্রকাশ করেন নি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, কেন্দ্রিয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার গণমানুষের নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন’র নিদের্শে নতুন কমিটির সকলকে নিয়ে আগামী সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
# #
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
তারিখঃ ১৮-১০-২০২২