মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া ব্লকে রাজস্ব খাতের অর্থায়নে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা মদনপুরা ইউনিয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস শেষে দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ব্লকের সমলয়ের মাঠ ও বাউফল ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনী, সূর্যমনি ইউনিয়নের পার্চিং উৎসব ও মাঠ পরিদর্শন করা হয়।
উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন এর সভাপতিত্বে – অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মো: খায়রুল ইসলাম মল্লিক জেলা প্রশিক্ষণ অফিসার, খামারবাড়ি, পটুয়াখালী।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান ।