বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম
- আপডেটঃ ০৯:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / 440
বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ শফি মৃধা (৫০) পিতা মৃত কালু মৃধাকে হাত, পা ও মাথায় উপর্যপুরী কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা । বাউফলের বগা ইউনিয়নের রাজনগর গ্রামে লতিফের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায় শনিবার সকাল ৭ ঘটিকায় ভুক্তভোগী বাড়ি থেকে চা খেতে বের হয়ে রাজনগর লতিফের চায়ের দোকানের সামনে আসা মাত্র ১৪/১৫ জন দুর্বৃত্তকারীরা তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ সময় ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আহত শফি মৃধাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
আহত শফি মৃর্ধার ভাই আব্দুল হক বলেন স্হানীয় সুমন মেম্বার (৩৫) পিং খলিল মৃধা, মামুন খান (২৭) পিতা মন্নান খান, নিজাম বয়াতি (৩০) পিতা বারেক বয়াতি, বিল্লাল (২৩) পিতা সিরাজ মৃধা, হোসেন পিতা (২০) সিরাজ মৃধা সহ ১৪/১৫ জন সন্ত্রাসী আমার ভাইকে কুপিয়ে জখম করে।
বর্তমানে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।