মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দিনব্যাপী ২০২১/২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শওকত হোসেন ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর উপপরিচালক এ কে এম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম মল্লিক, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে মুখ্য বক্তব্য রাখেন এ কে এম মহিউদ্দিন, মোঃ খাইরুল ইসলাম মল্লিক, সমাপনি বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হোসেন। এ সময় উপজেলা এএইও, এসএপিপিও, উপসহকারী কৃষি কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।