কোটা সংস্কার আন্দোলন, দুমকিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

- আপডেটঃ ১০:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 185

কোটা সংস্কার আন্দোলন, দুমকিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
সারাদেশে ছাত্র সমাজের ওপর মর্মান্তিক হামলায় নিহতের ঘটনার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দুমকিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সরকারি জনতা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে লেবুখালী- বাউফল সড়ক দিয়ে নতুন বাজার হয়ে থানাব্রীজ দিয়ে বাজার ও পবিপ্রবি হয়ে পূনরায় জনতা কলেজের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এসময় তারা বেলা ১১ টা থেকে টানা ২.৩০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় লেবুখালি – বাউফল মহাসড়কে দুই পাশে ব্যক্তিগত ও যাত্রীবাহী প্রায় শতাধিক যানবাহন আটকে থাকে। বেলা ২.৩০ মিনিটের পরে যানবাহন ছেড়ে দিলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
কোটা সংস্কার আন্দোলন, দুমকিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের “তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।