মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহ সারাদেশে তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আহবানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ (৫ মার্চ) উপজেলার বসুরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়েছে তাতে সারাদেশের গরীব-দুঃখী মানুষ না খেয়ে মারা যাবে। তারা বলেন, সয়াবিন তেল, জ্বালানী তেল সহ সবকিছুর দাম বেড়ে গেছে, গ্যাসের দাম তো আকাশচুম্বী তবুও সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকার শুধু বিএনপিকে দোষারোপ করা নিয়েই ব্যাস্ত আছে। দেশের জনগণকে নিয়ে এ সরকারের কোনো মাথাব্যথা নেই।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতারা বলেন, অবিলম্বে সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনে, তাহলে জনগণকে সাথে নিয়ে বিএনপি এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।