মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন নারী সদস্য ও ৭২ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু সহ ৮ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীরা।
উল্লেখ্য, এর আগে গত ৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ৮ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
তার আগে ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে উপজেলার ৮ ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়।