কোম্পানীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মার্চ) উপজেলা হলরুমে এ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন, উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এখানকার রাজনৈতিক অস্থিরতা অনেকাংশেই কমে এসেছে। পাশাপাশি কিছু কিছু যায়গায় কিছু কিছু সমস্যা নতুন করে দেখা যাচ্ছে, যেমন অবৈধভাবে মাটি কাটা, মাদক কারবারির আনাগোনা, ইভটিজিং সহ যেসকল সমস্যা গুলো সামনে এসেছে, সেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ সকল সমস্যা সমাধান করা হবে বলে জানান তারা। এছাড়াও সকলের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা একদিন শান্তির নীড়ে পরিনত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান