সংবাদ শিরোনামঃ
গলাচিপায় ২টি মেছো বিড়াল উদ্ধার
বাংলার শিরোনাম
- আপডেটঃ ০৯:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / 308
রানা, পটুয়াখালীঃপটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউনিয়নের ৬নং ডাকুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন ধান ক্ষেত থেকে মেশিন দ্বারা ধান কাটার সময় মেশিন এর নিচে অপ্রত্যাসিত ভাবে ৩ টি মেছো বিড়াল এসে পড়ে। ১ টি তৎক্ষনাৎ মারা যায়, এবং বাকি ২ টির কথা ইউএনও মহোদয় কে জানালে, তিনি বন বিভাগের সদস্য গন এখানে পাঠান।বন বিভাগ সদস্য জামাল ও সোহেল এবং উপস্থিত মোঃ রানা, মোঃনয়ন, মোঃ আতিকুল এর সহায়তায় জীবিত মেছো বিড়াল ২ টি কে বন্দী করা হয়। বন বিভাগ সদস্যরা মেছো বিড়াল ২টি পর্যবেক্ষন করে। ইউএনও মহোদয় কে জানান যে, মেছো বিড়াল ২ টি এখনো মায়ের সঙ্গ ছাড়েনি বা দূগ্ধ পান করে। যদি এদের বন বিভাগের আওতায় নিয়ে যাওয়া হয় তাহলে মারা যাবে। তাই ইউএনও মহোদয় এর নির্দেশনা অনুযায়ী বাচ্চা মেছে বিড়াল দুটি কে স্পটে উন্মুক্ত করা হয়।