গৃহহীন ও প্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিলেন, আমাদের কাছিপাড়া অনলাইন সংগঠন

এম,সাইদুর রহমান ক্রাইম রিপোর্টারঃপটুয়াখালীর বাউফলে গৃহহীন ও প্রতিবন্ধী একটি পরিবারকে টিন সেটের ঘর উপহার দিলেন ‘আমাদের কাছিপাড়া’ নামক অনলাইন সামাজিক সংগঠন। আজ শুক্রবার (৩ মার্চ) বেলা ১০:৩০ মিনিটের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর স্ত্রী (গৃহহীন) মোসম্মৎ নাসিমা বেগম’র (৪৫) হাতে ‘আমাদের কাছিপাড়া’ অনলাইন সামাজিক সংগঠনের এডমিন প্যানেলের সদস্যরা নতুন ঘরের চাবি তুলে দেয়।

যানা গেছে, ‘আমাদের কাছিপাড়া’ অনলাইন সামাজিক সংগঠনের মাধ্যমে মহামারী সংক্রান্ত করোনাকালীন সময়ে জনসচেতনতার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়েছেন।মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবান,জনসচেতনতা লিফলেট সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে।এছাড়াও বিধবা ও কর্মহীন মহিলাদের কর্ম তৈরির ক্ষেত্রে সেলাইমেশিন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ‘আমাদের কাছিপাড়া’ অনলাইন গ্রুপের এডমিন সদস্য সোহাগ হাওলাদার ওই অসহায় গৃহহীন পরিবারের প্রক্ষাপট নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশিত হলে বিষয়টি অনেকরই দৃষ্টিকোণে আসলে এডমিন প্যানেলের অন্যতম সদস্য,কাছিপাড়ার কৃতি সন্তান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্কা মোঃ রফিক আকন অসহায় পরিবারটির জন্য সুদৃষ্টি স্থাপন করেন।পরে অনন্য সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে নাসিমা ও তার ৮ বছরের প্রতিবন্ধী সন্তানের জন্য গৃহ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলে পর্যাক্রমে একটি টিন সেটের ঘর দ্রুত গতিতে নির্মান করা হয়।

আজ শুক্রবার বেলা ১০:৩০ মিনিটের দিকে নাসিমা বেগম’র হাতে সেই নির্মিত টিন সেটের ঘরটি চাবি সহ হস্তান্তর করেন ‘আমাদের কাছিপাড়া’ অনলাইন সামাজিক সংগঠনের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম চন্দ্র সমাদ্দার ও ৯নং শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস এবং ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন মানবিক ব্যক্তিত্ব বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক আকন।

এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি সাংবাদিক এম,সাইদুর রহমান,দৈনিক গণকন্ঠের বাউফল প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী রুবেল, দৈনিক জনতা বাউফল প্রতিনিধি মোঃ তুষার হাওলাদার,’আমাদের কাছিপাড়া’এডমিন প্যানেলের সদস্য মোঃ সোহাগ হাওলাদার, মশিউর রহমান পলাশ,মোঃ দুলন, মোঃ বশার সহ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান