স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড গোদনাইলে পদ্মা ডিপোতে তেলচোরদের দৌরাত্মে স্থানীয় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তেলচোর রাজীবের কারণে সাম্প্রতিক সময়ে পুরো ডিপো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এই ঘটনায় রাজীব সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা যায়, বার্মা স্ট্যান্ড এলাকার এবাদুল্লার ছেলে রাজীব (৩২) সম্প্রতি তেল চুরির গাড়ী নং- ঢাকা মেট্রো-ট-১৮-৯৬৪৮ পদ্মা ডিপোর গেট পাশ ছাড়া নির্দিষ্ট পরিমাণের তেল লোড না করে অতিরিক্ত তেল বোঝাই করে বের হওয়ার সময় স্থানীয় এলাকাবাসী গাড়ীটিকে আটক করে। আর এই তেল চুরির গাড়ীটি আটক করাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। রাজীবের এই গাড়ীটি দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল। পরিশেষে যারা গাড়ীটিকে আটক করেছিল তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে হয়রানি করে। উক্ত মামলায় বিবাদীপক্ষ জামিনে বেরিয়ে ন্যায় বিচারের দাবীতে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর রাজীবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অবৈধ জ্বালানী তেল চুরি করে বেশ কয়েকটি বাড়ী ও তেলের পাম্প করে প্রচুর অর্থবিত্তের মালিক বনে গেছে অল্প বয়সী তেলচোর রাজীব। এই প্রসঙ্গে রাজীব বলেন, আমার ২টি তেলের পাম্প ও ২টি বাড়ী রয়েছে। এ ছাড়া আর কিছু নেই। কিন্তু অনুসন্ধানে তার ৬টি বাড়ী রয়েছে বলে জানা যায়। ইতোমধ্যে রাজীব ও তার তেলচোর সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল সহ গ্রেফতারের জন্য জোর দাবী জানিয়েছে এলাকাবাসী। পদ্মা ডিপোর আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তাকে কোন ছাড় দেয়া হবে না।