মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
২৪ ডিসম্বর, শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়।
বেলা ১১টার দিকে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিমান বাহিনীর উইং কমান্ডার খ.ম মশিউর রহমান লাবলুর সভাপতিত্বে। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বরগুনা জেলা জজ মো. আনিসুর রহমান, পদ্মা অয়েলের জিএম মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের কর হয়। অতিথিবৃন্দ, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী উৎসবে প্রাক্তন
শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জমিদাতা সহ ২৬৭ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অুনষ্ঠান। আনন্দ উৎসবে মেতে উঠে সাবেক বর্তমান শিক্ষার্থীরা।