ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ
- আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
প্রবল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাবেক চীফ হুইপ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি।
বুধবার (২৯ মে) দিনব্যাপী পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ, কেশবপুর, নাজিরপুর ও ধুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন
স্থানীয় এই সংসদ সদস্য। ত্রাণ বিতরণ শেষে বিকেল ৪ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে সাংসদ আ স ম ফিরোজ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস প্রমূখ।
প্রসঙ্গত টানা ১৮ ঘণ্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এসময় লন্ডভন্ড করে দিয়েছে জেলার উপকূলীয় অঞ্চল।
এদিকে রেমালের প্রভাবে বাড়ছে জোয়ারের পানি। অতিরিক্ত জোয়ারে পটুয়াখালী জেলার ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।