আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। মতলব উত্তরে মোহনপুর ইউনিয়নে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ অক্টোবর চেয়ারম্যান পদে বাবুল চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
আজ ২৮ অক্টোবর বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি হাতে পান তিনি।
চিঠি পেয়ে তিনি এলাকায় আসলে সংবাদ পেয়ে মোহনপুর ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ তার পাশে এসে আনন্দ মিছিল করেন।
এ বিষয়ে সামছুল হক চৌধুরী বাবুল বলেন, আমি আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবতার মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং যাদের প্রচেষ্টায় আমি দলীয় মনোনয়ন পেয়েছি তাদের প্রতি। আমি মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে এসেছি, সকলের দোয়া ও আমার প্রাণপ্রিয় মোহনপুর ইউনিয়নবাসীর ভোটে আমি আবার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও মোহনপুর ইউনিয়নের সকল ভোটারদের ভোট চাই । আমি নির্বাচিত হয়ে এলাকার অবহেলিত সাধারণ মানুষের জন্য বাকি জীবন নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।