সংবাদ শিরোনামঃ
গলাচিপায় চোরাই গরুসহ আটক ২
বাংলার শিরোনাম
- আপডেটঃ ০৫:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / 116
গলাচিপায় চোরাই গরুসহ আটক ২
পটুয়াখালীর গলাচিপায় চোরাই গরুসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন গলাচিপা উপজেলা ০৬ নং ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের মোঃ মোখলেছ হাওলাদারের ছেলে মোঃ দেলোয়ার হাওলাদার ( ৩৫ )।
অন্যজন হলো রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের দরভাঙ্গা গ্রামের মোঃ সিদ্দিক বয়াতির ছেলে মোঃ মেহেনাজ বয়াতি (৩৬)।
গলাচিপা উপজেলার নলুয়া বাগি ইউনিয়ন থেকে চারটি গরু নিয়ে বাদুরার মোঃ খোকন মোল্লা নামের এক ব্যাক্তির কাছে বিক্রি করেন তারা।
গলাচিপায় চোরাই গরুসহ আটক ২
আটককৃতদের কাছ থেকে আরও জানা যায় খোকন মোল্লার কাছে আরও শতাদিক গরু রয়েছে। আটক কারীরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন পুলিশের হেফাজতে।