চৌরাপাড়া বন্ধুমহলের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ
- আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
চৌরাপাড়া বন্ধুমহলের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ
সারাদেশে যখন তীব্র তাপপ্রবাহ বইছে তখন শুক্রবার (১৭মে) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার প্রঙ্গনে চৌরাপাড়া বন্ধুমহলের উদ্যোগে পথচারী ও রিকশা চালকদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
উক্ত শরবত বিতরণ কর্মসূচি আয়োজন করেন চৌরাপাড়া বন্ধুমহলের যুবায়ের আলম অভি, নীল আহাম্মেদ শাকিল, পারবেজ আহাম্মেদ পারবেজ, সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া। চৌরাপাড়া বন্ধুমহলের সদস্যরা বলেন সারাদেশে তীব্র তাপদাহের কারনে সাধারণ খেটে খাওয়া দিনমজুর রিকশা চালক সকলে অনেক প্ররিশ্রম করে। যাতায়াতরত পথচারীদের ও ক্লান্ত হয়ে যায় এই তীব্র রোদের কারনে।
চৌরাপাড়া বন্ধুমহলের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ
তাই তাদের একটু শরবত পান করালে হয়তো একটু শান্তি আসবে শরীরে, সে জন্য আমরা চৌরাপাড়া বন্ধুমহলের সকলে এটার উদ্যোগ গ্রহন করেছি। কারন মানব সেবা পরম ধর্ম সব বন্ধুরা সহযোগিতায় হয়তো একটু মানুষের পাশে দাড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চৌরাপাড়া বন্ধুমহল সকল সমাজ সেবা ও মানব সেবা কাজে থাকবে। আপনারা সবাই আমাদের বন্ধুমহলে জন্য দোয়া করবেন। এই ভাবে আমরা যেন মানুষের পাশে দাড়াতে পারি সব সময়।
তারা আরো বলেন আমাদের অনেক বন্ধু বাহিরে থাকে তাদের জানিয়েছি তারা ও আমাদের এই মানব সেবা কাজে সার্বিক সহযোগিতা করেছে তাদের সকলের জন্য দোয়া করবেন। শরবত বিতরণ কর্মসূচি আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন এস এম সাদ্দাম হোসেন, মেজবাউল মিশু, শেখ কায়েস, মোঃ হাসিব, মোঃ পারবেজ, শংকর চন্দ দাস, আবির, এসকে সাইফুল, আবির মুন্সি সহ চৌরাপাড়া বন্ধুমহলের সকলে উপস্থিত থেকে সকলের মাঝে শরবত বিতরণ করেন।
One thought on “চৌরাপাড়া বন্ধুমহলের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ”